Latest News

6/recent/ticker-posts

Ad Code

নস্যশেখ উন্নয়ন পরিষদের দার্জিলিং জেলা সম্মেলন

নস্যশেখ উন্নয়ন পরিষদের দার্জিলিং জেলা সম্মেলন

নস্যশেখ উন্নয়ন পরিষদের দার্জিলিং জেলা সম্মেলন


গতকাল ৩০ শে জুন নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সালবাড়ি হাইস্কুল এ বিভিন্ন ব্লকের পঞ্চাশ জন প্রতিনিধি নিয়ে দার্জিলিং জেলা সম্মেলন করা হয়।

২৭ জনের একটি জেলা কমিটি গঠন করা হয় এই সম্মেলন থেকে। এই কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম, সভাপতি হয়েছেন রবিউল ইসলাম, কার্যকরি সভাপতি হয়েছেন মিজানুর আলি।

সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান ও জলপাইগুড়ি জেলা নেতা সাজাহান আলি।

বজলে রহমান তার বক্তব্যে নস্যশেখ জনগোষ্ঠীর অনগ্রসরতা দূরকরণে ১৯৯৫ সাল থেকে তিন ধাপে আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। প্রথম সাফল্য ১৯৯৯ সালে ওবিসি স্বীকৃতি,২০১০ সালে ১০ শতাংশ সঙরক্ষন ও ২০২১ সালে নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড আদায় করেন। এরপর তারা চতুর্থ ধাপের আন্দোলন শুরু করবেন, ভূমিপুত্র স্বীকৃতি ও আবাসিক ইংরেজি মাধ্যম স্কুলের জন্য। সম্মেলনে সভাপতিত্ব করেন রবিউল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code