কয়েক মিনিটের ব্যাপক ঝড়ে উড়ল বাড়ির চাল

Bankura


বাঁকুড়া, রঞ্জিত ঘোষ

বেশ কয়েকদিন ধরেই তাপ প্রবাহ চলছে জেলাজুড়ে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় কয়েক মিনিটের ঝড়,যার জেরে উড়ল বাড়ির চাল দোকান ঘর। ঘটনাস্থল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুড়ি গ্রাম। 



বড়জোড়ার এই দেজুড়ি মোড়ে একাধিক দোকান এবং বসতবাড়ির টিনের চাল উড়ে যায়। প্রশাসন জানিয়েছে ওই এলাকায় ফসল এবং আম – কাঁঠালের বড় ধরনের ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি। প্রশাসন এখনও সার্বিক ক্ষয়ক্ষতি হিসেব দিতে না পারলেও এদিন সন্ধ্যের পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়। 


এদিন সন্ধ্যায় প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। ক্ষনিকের এই ঘুর্নি ঝড়ের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ফলে এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ঝড়ের দাপটে বহু ধরনের টিনের চালা উড়ে যায়।বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তার উপর পড়ার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 


স্থানীয় বাসিন্দা শ্যামল কর্মকার এবং বাসুদেব লায়েক বলেন, দিনভর ভ্যাপসা গরমে নাকাল হচ্ছিলাম আমরা। আচমকাই আকাশে কালো মেঘ ঢেকে যায়। প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। এর জেরে লন্ডভন্ড হয়ে যায় 20-25 টি বাড়ি ঘর।