তুরষ্ককে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরো কাপের শেষ ষোলোয় পর্তুগাল

Euro Cup


তুরষ্ককে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরো কাপের শেষ ষোলোয় পর্তুগাল। শুরু হয়েছে ইউরো কাপ। শনিবার ডর্টমুন্ডে তুরস্ককে অনায়াসে ৩-০ হারিয়ে ইউরো কাপের প্রি-কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেললেন রোনাল্ডোরা। এদিন গোল করলেন বের্নার্দো সিলভা, সামেত আকায়দিন (আত্মঘাতী) এবং ব্রুনো ফের্নান্দেস।

ম্যাচের শুরু থেকেই তুরষ্কের ওপর চাপ বাড়াচ্ছিল পর্তুগাল। ২২ মিনিটে বাঁ দিক থেকে লিয়াওয়ের ক্রস ধরতে গিয়েও পারেননি রোনাল্ডো। তা যায় থাকা বের্নার্দোর কাছে। তিনি চলতি বলে বাঁ পায়ের শটে জালে জড়ান। বড় প্রতিযোগিতায় এটাই প্রথম গোল বের্নার্দোর। ২৮ মিনিটে আবার এগিয়ে যায় পর্তুগাল। তুরষ্কের রক্ষণের ভুলেই হয় সেই গোল। দু’গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ থামেনি পর্তুগাল। তবে প্রথমার্ধে দুটি গোল দেয় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে তুরস্ক বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ব্রুনোর গোলের পর তুরস্কের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষের দুটি গোলই তারা খেয়েছে রক্ষণের ভুলে। এই ম্যাচ জয়ের সাথে সাথে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গেল রোনাল্ডোরা।