ফেসবুকে আলাপ,তারপর প্রেম, শেষে ধর্ণায় দিনহাটার প্রেমিকা
দিনহাটা:
ফেসবুকে আলাপ,তারপর প্রেম। অন্তরঙ্গ মেলামেশা। স্মার্টফোনে একাধিক প্রমাণপত্র নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় যুবতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনহাটা ২ নং ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লালচাপড়া গ্রামে। এই নিয়ে এদিন দক্ষিণ লাউচাপড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, দক্ষিণ লাউচাপড়া গ্রামের ছেলে বাপি সেন এর সঙ্গে। সেনাবাহিনীতে কর্মরত বাপির সাথে দীর্ঘ সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক ওঠে গোবরা ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই যুবতীর। এতদিন ধরে একসাথে সময় কাটানো,পার্কে ঘুরতে যাওয়া,রেস্টুরেন্ট ও হোটেলে একসঙ্গে খাওয়া দাওয়া, সিনেমা জগতের নায়ক নায়িকার মত হাতে হাত রেখে জীবন সঙ্গীনি করার আশা।
এতদিন সব ঠিক ঠাকই ছিল। কিন্তু ছেলের মনের কথা প্রেমিকা ঘুনাক্ষরেও বুঝতে পারেনি। ছেলে বিয়ে করব করব করে বিভিন্ন অজুহাতে দিন কাটাচ্ছিলেন। এখন ছেলে সরাসরি বিয়ে করতে অস্বীকার করছে। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গতকাল রাত থেকে ধর্নায় বসে যুবতী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊