নিজের দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ
কোথাও যদি শুনি কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে টাকা তুলে মাংস খাওয়া হচ্ছে মদ খাওয়া হচ্ছে তাহলে তার দল করার প্রয়োজন নেই। টাকা নেবেন আপনারা মদ খাবেন আপনারা মাংস খাবেন আপনারা দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে সেটার দরকার নেই।-এভাবে হুংকার দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ
দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে কোচবিহার জেলার নবনির্বাচিত সংসদ জগদীশ বসুনিয়ার সংবর্ধনা সভা থেকে বিধানসভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আজ এই বার্তা দেন উদয়ন গুহ ।
এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন বেশ কিছু অভিযোগ আসছে দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদমাংস খাওয়া হচ্ছে। যদি কেউ এরকম করেন তাহলে তার দল করার প্রয়োজন নেই। আর খোদ মন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊