নতুন বিএলআরও ভবন চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে বামনহাট বাসীর
বামনহাটে নতুন BLRO ভবন চালু না হওয়ায় প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে বামনহাট বাসীর মধ্যে, বামনহাটের বাসিন্দাদের বক্তব্য ভবনটি বহুদিন আগে তৈরি করা হয়েছে বর্তমানে গার্ড ওয়াল সহ সমস্ত কাজ সম্পন্ন তারপরেও কেন এখানে অফিসটি চালু হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না, অনেকেরই বক্তব্য এত টাকা খরচ করে একটি ভবন বানিয়ে সেটা ফেলে রাখা হয়েছে কেন সেটাও তারা বুঝতে পারছেন না , কয়েকজনের বক্তব্য যদি অফিস চালু নাই করা হয় তাহলে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে একটি ভবন বানিয়ে কেন সেটা নষ্ট করা হচ্ছে?
প্রসঙ্গত প্রায় ৫ বছর আগে বামনহাট পুরানো আউটডোর এলাকায় তৈরি হয়েছে BL&LRO ভবন জানা গেছিল এই ভবনটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে সাহেবগঞ্জ থেকে বি এল আর ও দপ্তর বামনহাটে স্থানান্তরিত হবে। কিন্তু এতদিন হয়ে গেলেও সেটা এখনো চালু হয়নি। এই বিষয়ে প্রায় এক বছর আগে আমরাই প্রথম সাহেবগঞ্জ BL&LRO দপ্তরে যোগাযোগ করলে সেখানকার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছিলেন সেই সময় ভবনটির গার্ড ওয়াল না থাকার ফলে ভবনটিকে স্থানান্তরিত করা যাচ্ছে না সেই খবরও আমরা প্রকাশ করেছিলাম আমাদের পোর্টালে, এরপর তৈরি হয়েছে ভবনটির গার্ড ওয়াল তারপরেও চালু হয়নি দপ্তর। গতকাল এই বিষয়ে বি এল আর দপ্তরে গেলে সেখানকার আধিকারিক বলেন মেইনরোড থেকে দপ্তরে ঢোকার যে রাস্তাটি রয়েছে তা অতি সংকীর্ণ অফিস চালু হলে প্রতিনিয়ত অফিসের গাড়ি যাতায়াত করবে তবে রাস্তার যা পরিস্থিতি তাতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তিনি বলেন রাস্তাটি প্রশস্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রপোজাল পাঠানো হয়েছে রাস্তার কাজ সম্পন্ন হলেই সেখানে দপ্তরটি স্থানান্তরিত হবে। এখন দেখার বিষয় কবে সেই রাস্তাটি প্রশস্ত হয়ে দপ্তর উদ্বোধন হয়।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊