Four organizations presented 17-point demands in the interest of railway passengers of Cooch Behar & Alipurduar District
কোচবিহার দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন সহ মোট ৪ টি সংগঠন আজ নিউ কোচবিহারে স্টেশন সুপারিনটেনডেন্টের কাছে ১৭ দফা দাবী সম্বলিত দাবীপত্র তুলে দেয়। এদিন ডিভিশনাল অপারেশনাল ম্যানেজার ও ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কেউ আলাদা করে একই আবেদনপত্র দেওয়া হয়।
আজকের ১৭ দফা দাবীর মধ্যে-
১) বামন হাট শিলিগুড়ি জংশন লোকাল ট্রেন (ভায়া ফালাকাটা) পুনরায় চালু করা
২) উত্তরবঙ্গ এক্সপ্রেস কে কোচবিহার টাউন স্টেশনে স্টপেজ দেওয়া ও বামন হাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি কে দিনহাটা কলেজ হল্ট ও আবুতারা স্টেশনে স্টপেজ দেওয়া
৩) বামনহাটে নতুন পিট লাইন লাইন সিক লাইন করে মহানন্দা ট্রেনকে বামনহাট অব্দি আনা
৪) উত্তরবঙ্গ এক্সপ্রেস এ ৮ স্লিপার কোচ দেওয়া ও চারটি জেনারেল কোচ দেওয়া বামনহাটের দুই নাম্বার প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা।
৫) বামন হাট নিউ কোচবিহার ইলেকট্রিফিকেশন দ্রুত কমপ্লিট করা ও অফিস টাইমে আরো প্যাসেঞ্জার ট্রেন দেওয়া
৬) ইন্টারসিটি এক্সপ্রেস কে প্যাসেঞ্জার ট্রেন হিসাবে চালানো ও অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা
৭) কোচবিহার স্টেশন এর উত্তর রেলগেট, ব্যাঙ চাত্রা রোড ও হরিণ চওড়া ও দিনহাটা সাহেবগঞ্জ রোডের আন্ডারপাস করা
এইসকল দাবী ছাড়াও আরও একাধিক দাবী রয়েছে।
কোচবিহার দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন এর কনভেনার জানিয়েছেন- "আমরা দীর্ঘদিন থেকে বেশ কিছু দাবী যাত্রী তথা সমাজের স্বার্থে করে আসছি, যার বেশ কিছু ইতিমধ্যে মেনে নেওয়া হলেও এখনো অনেক দাবীই মানা হয়নি। তাই আজকের এই দাবীপত্র পেশ। আশাকরি খুব্দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।"
এদিন উপস্থিত ছিলেন-বামনহাট রেল দাবি সমিতি থেকে শুভঙ্কর ভাদুড়ী, হরিপদ মন্ডল, সান্তনু বর্মা, কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে কনভেনর ড. রাজা ঘোষ, সুরজ চৌহান, অজিত কুমার জৈন, উদয় বরুয়া, নাগরিক মঞ্চে র তরফে জয়গোপাল ভৌমিক, আভা বর্মন, শিবান্জন সরকার, আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে সঞ্জীব বসু, কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে সুমন্ত সাহা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊