Kanchanjungha Express: উত্তরবঙ্গের উদ্দেশে রওনা মমতার, বাইকে চেপে ঘটনাস্থলে রেলমন্ত্রী

Kanchanjungha Express


Sealdah Kanchanjungha Express: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা।

নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের আগে দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় বেলাইন পিছনের দুটি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। সর্বশেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে ১৬। জখম হয়েছেন অন্তত ৫০ জনের বেশি। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে।

সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে এই দুর্ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে ১৯ টি ট্রেনকে এন জি পি থেকে শিলিগুড়ি জংশন ভায়া বাগডোগরা হয়ে কলকাতার পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাগডোগরা এয়ারপোর্টে নেমে যাবেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। তারপর রাতে আসবেন কোচবিহারে। কাল সকালে যাবেন ঘটনাস্থলে। 

অপরদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাইকে চেপে পৌঁছে গেছেন ঘটনাস্থলে।