NTA DG Removed: NEET-NET বিতর্কের মাঝেই NTA-র ডিজিকে সড়ালো কেন্দ্র
এন্ট্রান্স কেলেঙ্কারিতে তোলপাড় সারা দেশ। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET ও অধ্যাপক নিয়োগ পরীক্ষা UGC NET এখন আলোচনার কেন্দ্রবিন্দু। NEET এবং UGC-NET নিয়ে অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। প্রশ্নপত্র ফাঁসে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ। চারিদিকে শুধু বিতর্কই বিতর্ক। এর মাঝেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এর ডিজিকে সড়ালো কেন্দ্র।
দেশের সবচেয়ে বড় দুই প্রতিযোগিতামূলক পরীক্ষা, NEET এবং UGC-NET নেওয়ার ক্ষেত্রে গড়িমসির বিতর্কের মাঝেই NTA-র নয়া ডিজি হলেন প্রদীপ প্রাক্তন ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার। সুবোধকে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। শনিবার সুবোধকে তাঁর পদ থেকে সড়িয়ে দেওয়া হয়েছে।
NTA-র দায়িত্বে আসার আগে, ক্রেতা-সুরক্ষা মন্ত্রকের ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন সুবোধ। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত, বিজেপি-র মুখ্যমন্ত্রী রমন সিংহের সরকারের আমলে ছত্তীসগঢ় সেক্রেট্যারিয়টেও কাজ করেছেন। জগদলপুর, বিলাসপুর, অম্বিকাপুর বিমানবন্দরের উন্নয়ন-সহ মুখ্যমন্ত্রীর দফতের ডিজিটাল-করণের শ্রেয় তাকে দেওয়া হয়। ২০০২ সালে ১০০ দিনের কাজ এবং ২০১৯ সালে দেশের সম্পদের বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য জাতীয় পুরস্কার পান সুবোধ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊