বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিল ভারত
বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিল ভারত। আজ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের ইনিংস গড়ে ভারতীয় ব্যাটাররা। এদিন ভারতীয় ব্যাটারদের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও কোহলি। ১১ বলে ২৩ রান করে ফেরেন রোহিত। কোহলিকে সঙ্গে দিতে আসেন পন্থ। কোহলি ৩৭, পন্থ ৩৬ রান করেন। তবে এদিন ব্যর্থ হলেন গতদিনের ম্যাচের নায়ক সূর্য। মাত্র ৬ রান করেন এদিন।
শিবম দুবের ৩৪ ও হার্দিক পান্ডিয়ার ২৭ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংসে ভর ১৯৬ রানের ইনিংস গড়েন ভারত। অক্ষর করেন ৩ রান। বাংলাদেশের হয়ে তানজিম হাসান শাকিব ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন শাকিব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊