পরীক্ষা বিতর্কের মাঝেই পরীক্ষা-পদ্ধতি সংশোধনে প্রাক্তন ISRO প্রধানের নেতৃত্বে কমিটি কেন্দ্রের
সারা দেশ জুড়ে দুই বড় পরীক্ষা নিট ও নেট নিয়ে চলছে বিতর্ক। ন্যাশানাল টেস্টিং এজেন্সি আয়োজিত এই দুই পরীক্ষা নিয়ে ভুরিভুরি অভিযোগ। এমনকি টাকা পয়সা লেনদেনের অভিযোগ উঠেছে। এই কাটাছেঁড়ার মধ্যেই পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে সংস্কার ঘটাতে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র।
পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কী কী সংস্কার ঘটানো যেতে পারে, সেই নিয়ে মতামত জানাবে ওই কমিটিতে। আগামী দু'মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ওই কমিটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এই কমিটি গঠন করা হয়েছে। IIT কানপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারপার্সনও ISRO-র প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণ।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের উপাচার্য বিজে রাও, IIT দিল্লির ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স আদিত্য মিত্তল, IIT মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক রামামূর্তি কে। পাশাপাশি, শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল, কর্মযোগী ভারতের বোর্ড সদস্য পঙ্কজ বনসল রয়েছেন এই কমিটিতে।
NTA-র পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কী কী সংশোধন ঘটানো যায়, তথ্য় সংক্রান্ত নিরাপত্তা, পরীক্ষার সমগ্র পরিকাঠামো সহ একাধিক বিষয়ে মতামত জানাবেন কমিটি। অনিয়ম এবং দুর্নীতির যে ভূরি ভূরি অভিযোগ আসছে, তার প্রেক্ষিতেই এই কমিটি। সম্প্রতি এন্ট্রান্স কেলেঙ্কারিতে তোলপাড় সারা দেশ। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET ও অধ্যাপক নিয়োগ পরীক্ষা UGC NET এখন আলোচনার কেন্দ্রবিন্দু। NEET এবং UGC-NET নিয়ে অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। প্রশ্নপত্র ফাঁসে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ। চারিদিকে শুধু বিতর্কই বিতর্ক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊