Breaking News: ১৮ তারিখ হল পরীক্ষা, ১৯ তারিখেই বাতিল UGC NET

UGC NET


জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। গতকাল অর্থাৎ মঙ্গলবার ১৮ই জুন অনুষ্ঠিত হয়েছিল ইউজিসি-নেট পরীক্ষা । আর একদিন পেরোতে না পেরোতেই ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল করা হয়েছে বলে খবর। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।



সূত্রের খবর, এই পরীক্ষা ঘিরে একাধিক অনিয়ম হয়েছে বলে খবর পেয়েই শিক্ষামন্ত্রক ইউজিসি নেট জুন সেশনের পরীক্ষা বাতিল করেছে। ১৯ জুন, UGC স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা National Cyber Crime Threat Analytics unit of Indian Cyber Crime Coordination Centre-এর তরফে এই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু ইনপুট পায়। সেই তথ্য প্রাথমিকভাবে দেখাচ্ছে যে এই পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করা হয়েছে। আর তাই বাতিল হয়েছে পরীক্ষা। 



আরও জানা যাচ্ছে পরীক্ষা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে তাই অনিয়মের তথ্য পেয়েই পরীক্ষা বাতিল করা হয়েছে। ফের নতুন করে এই পরীক্ষা নেওয়া হবে বলে খবর। আর যেসব তথ্য মিলেছে তার সিবিআইকে তুলে দেওয়া হবে বলেও খবর সূত্রের। 



ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরে এ বার বিতর্কে ‘গবেষণার প্রবেশদ্বার’ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা আয়োজন করে থাকে। গত মঙ্গলবার (১৮ জুন) দু’টি অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লক্ষ শিক্ষার্থী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (১৪সি)-এর জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের বিষয়টি নজরে এসেছে বলে সূত্রের খবর।