MSP Hike: একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি! কোন কোন ফসল?

MSP Hike


কৃষিক্ষেত্রে বড় সিদ্ধান্ত। কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্য়ান্ড প্রাইসেস (CACP)-এর পরামর্শের উপর ভিত্তি করে বুধবার কেন্দ্রীয় কেবিনেট বেশকিছু ফসলের নূন্যতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৪টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা MSP বৃদ্ধি করা হয়েছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 



গতবছরের তুলনায় ন্যূনতম সহায়ক মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে ডাল ও তেলবীজের ক্ষেত্রে এমনটাই খবর। জোয়ার, রাগি, বাজরা এবং ভুট্টার ন্যূনতম সহায়ক মূল্যও বৃদ্ধি করা হয়েছে‌। পাশাপাশি ধানের এমএসপিও বৃদ্ধি পেয়েছে। আগামী খরিফ (Kharif Crops) মরসুমের জন্য Common Grade ধানের ক্ষেত্রে MSP প্রতি কুইন্ট্যাল ১১৭ টাকা বাড়িয়ে ২৩০০ টাকা প্রতি কুইন্ট্যাল করা হয়েছে। অন্যদিকে 'A' গ্রেড ভ্যারাইটির জন্য MSP ২৩২০ টাকা প্রতি কুইন্ট্যাল বলেই জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। 


ধান, ভুট্টা, ডাল সহ কিছু ফসলের এমএসপি:

ধান

কমন গ্রেড- ২৩০০ টাকা প্রতি কুইন্ট্যাল

গ্রেড এ- ২৩২০ টাকা প্রতি কুইন্ট্যাল

ভুট্টা

 ২২২৫ টাকা প্রতি কুইন্ট্যাল

ডাল

অড়হড়- ৭৫৫০ টাকা প্রতি কুইন্ট্যাল

 মুগ- ৮৬৮২ টাকা প্রতি কুইন্ট্যাল

সয়াবিন (হলুদ)

৪৮৯২ টাকা প্রতি কুইন্ট্যাল

সূর্যমুখী বীজ

৭২৮০ টাকা প্রতি কুইন্ট্যাল

তুলো

মিডিয়াম স্টেপল- ৭১২১ টাকা প্রতি কুইন্ট্যাল

লং স্টেপল- ৭৫২১ টাকা প্রতি কুইন্ট্যাল