সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো কালভার্ট, বিপাকে শতাধিক মানুষ
বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো কালভার্ট।মেম্বার প্রধান নতুন কালভার্টের টোপ দিয়ে ভোট নিয়ে যায়। কিন্তু জিতে নেওয়ার পর গালভরা দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত কালভার্ট না করে দিলে পঞ্চায়েত ঘেরাও এর হুশিয়ারি স্থানীয়দের। কালভার্টে রাখা ভুটভুটি ভ্যান নিচে পড়ে যায়।তবে হতাহতের কোনো খবর নেই।মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরের কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে কালভার্ট জড়াজীর্ণ অবস্থায় রয়েছে। কালভার্ট ভেঙে পরায় কলোনী এলাকায় বসবাসকারী প্রায় পাঁচশতাধিক মানুষ এনায়েতপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো।
কলোনি এলাকার বাসিন্দা রাশিদা বিবি বলেন,' অনেকদিন থেকে এই কালভার্ট ভাঙাচোরা ছিল। নড়বড় করছিল। হঠাৎ আজ সকালে ভেঙে পড়ে। কালভার্ট এর উপরে রাখা একটি ভুটভুটি ভ্যান গর্তে পড়ে যায়। কালভার্ট করে দিব বলে মেম্বার প্রধানরা বারবার আশ্বাস দেই। ভোট নিয়ে চলে যায় কিন্তু কাজের কাজ কিছুই করেনা। কলনতে আমরা শিশু বয়স্ক নিয়ে প্রায় পাঁচশো জন বাস করি। এখন ছেলে মেয়েরা স্কুল কি করে যাবে? আমরা নিত্য প্রয়োজনীয় কাজে কিভাবে যাবো? দ্রুত কাজ না করলে পঞ্চায়েত ঘেরাও করবো।'
এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মোঃ হাসেন আলী বিগত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ঘাড়ে দায় ঠেলে দিয়ে বলেন,' আমি ভাঙা কালভার্ট দেখে এসেছি। জনপ্রতিনিধি হওয়ার পর পরই আনুয়াল অ্যাকশন প্ল্যানে কলোনী এলাকার রাস্তা এবং কালভার্ট এর কাজ দিয়েছি। দ্রুত টেন্ডার হয়ে কাজ করে দেওয়া হবে। বিগত কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য জরাজীর্ণ কালভার্টের জন্য কিছুই করেনি। আমি বিষয়টা প্রধানকে জানিয়েছি। বর্তমানে যাতায়াতের জন্য দু চার দিনের মধ্যেই বাসের সাঁকো তৈরি করে দেয়া হবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊