Airtel Plan: দুর্দান্ত অফার নিয়ে এল Airtel, কম খরচে আনলিমিটেড ডাটা

Airtel Data Plan


সস্তার ডাটা প্ল্যান নিয়ে এলো টেলিকম সংস্থা এয়ারটেল। মাত্র ৯ টাকায় (Airtel Rs 9 Plan) ধামাকাদার অফার। নয় টাকায় আপনি পেয়ে যেতে পারেন এয়ারটেলের ডাটা ব্যবহারের দুর্দান্ত সুযোগ। আনলিমিটেড ডেটার অফার দিচ্ছে এই টেলিকম সংস্থাটি। সম্প্রতি টেলিকম সংস্থা এয়ারটেল এই দুর্দান্ত ও কম খরচে ডেটা ব্যবহারের প্যাকটি লঞ্চ করেছে।

এয়ারটেলের ৯ টাকার প্ল্যানটি আদতে ডেটা বুস্টার প্ল্যান। অর্থাৎ ইন্টারনেটের প্রয়োজন হলে এই প্যাকটি রিচার্জ করে ব্যবহার করা যাবে। এয়ারটেলের ৯ টাকার এই প্ল্যানে ১ ঘন্টা আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। যে ডাটার প্রথম ১০ জিবি থাকবে একদম হাইস্পিড। ফেয়ার ইউসেজ পলিসি অনুযায়ী ১০ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। যাদের হঠাৎ করে অনেকটা ডেটার প্রয়োজন, তাদের জন্য এই প্ল্যানটি বেশ কার্যকরী।

যারা ক্রমাগত ডাটা ব্যবহার করে থাকেন তাদের অনেকেরই নির্দিষ্ট প্যাকের ডাটা শেষ হয়ে যাওয়ার পরে অনেক সময়ই ডাটার দরকার পড়ে তাদের ক্ষেত্রে এই প্লানটি দুর্দান্ত কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। এই ছোট্ট ডাটা প্যাকটি ব্যবহার করে আপনি নিমিষেই আপনার ইন্টারনেটে করা কাজগুলো করে ফেলতে পারবেন।