WBCS-সহ একাধিক চাকরির পরীক্ষার সম্ভাব্য তারিখ ও শূন্যপদ জানালো PSC


Job Update

West Bengal public service commission আসন্ন পরীক্ষা গুলির সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। WBPSC এর অধীনে WBCS, CLERKSHIP, MISCELLANEOUS সহ একাধিক পরীক্ষা চলে। সেই সকল পরীক্ষার সূচিতে দেখা গেল একাধিক বড় পরীক্ষার তারিখ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) আয়োজন করা বিভিন্ন কয়েকটি পরীক্ষার পাশাপাশি মোট ২৯টি চাকরির পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয় শূন্যপদের সংখ্যাও জানিয়েছে কমিশন।



বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ

২০২৪ সালের WBCS-র প্রিলিমিনারি পরীক্ষা: ১৫ ডিসেম্বর।

পশ্চিমবঙ্গ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক অফিসার (কেমিস্ট্রি ডিভিশনের টোক্সিকোলজি এবং কেমিস্ট্রি সেকশন): ৩০ জুন (প্রার্থীর সংখ্যা ২০২১)।

২০২৩ সালের WBCS-র মেন পরীক্ষা: ১৬ অগস্ট, ১৭ অগস্ট, ১৮ অগস্ট এবং ২০ অগস্ট।


২০২২ সালের পশ্চিমবঙ্গের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস নিয়োগ (মেন) পরীক্ষা: ২৮ অগস্ট থেকে ৩০ অগস্ট এবং ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর।

২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষা: ১৬ নভেম্বর এবং ১৭ নভেম্বর। প্রার্থীর সংখ্যা হল ৭,১৪,৪১৩।

পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের অধীনে পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং সার্ভিসে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার: ৩০ জুন। প্রার্থীর সংখ্যা ৫,৪৩৫।

ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির জন্য ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট: ২৫ অগস্ট (প্রার্থীর সংখ্যা ৩,৬৩১)

টেকনিকাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অধীনস্থ টেকনিকাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর: ২৮ জুলাই (প্রার্থীর সংখ্যা ১,৯০০)।

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের অধীনস্থ ডিরেক্টরেট অফ টেক্সটাইলে টেকনিকাল অফিসার (টেক্সটাইল): ২৪ অগস্ট, প্রার্থীর সংখ্যা ৩৪৪।

জেনে নিন সব পরীক্ষার সময়সূচি