সেক্সের সময় এই ভুল গুলো করা যাবে না
যৌনতা (sex) বৈবাহিক জীবনের এক অন্যতম বিষয় বলেই মনে করা হয়। যৌন জীবন (Sex Life ) সুখের করতে অবশ্যই মানতে হয় কিছু টিপস। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট যৌনতা (Sex Life)। স্বামী স্ত্রীর সাথে মিলনের সময় শান্তিই নাকি বড়কথা। আপনি কি জানেন সেক্সের সময় যে ভুলগুলো আপনার সঙ্গিনীকে বিরক্ত করতে পারে। চলুন জেনে নেওয়া যাক-
সঙ্গিনীর জন্য কষ্টকর পজিশনে সেক্স করা ঠিক নয়।এমনকোন পজিশনে সেক্স করা যাবেন না যা সঙ্গিনীর জন্য কষ্টকর হয়ে উঠে।
এলোমেলো ভাবে ‘লাভ বাইটস’ না দেওয়াটাই ঠিক নয়। সেক্সের সময় মেয়েরা হাল্কা পাতলা কামড় খেতে পছন্দ করে। লাভ বাইট মানে শুধু কামড়ই নয়। চামড়ার কোন স্থানে বেশ কিছুক্ষন ধরে একনাগারে চুষতে থাকলে, সেখানে গাঢ় লাল একটা দাগ পড়ে যায়, ওটাকেই লাভ বাইটস বলে। বিশেষ করে যারা ফর্সা তাদের এই দাগটা বেশি ফুটে থাকে। এই দাগ প্রায় একদিন ধরে ফুটে থাকে। যেমন, গলা, গাল ইত্যাদি জায়গায় লাভ বাইটস দিয়ে পরে তা সঙ্গিনীর লজ্জার কারন হয়ে দাঁড়ায়।
সঙ্গিনীর অর্গাজমের কেয়ার না করলে তৃপ্তি পাবে না সঙ্গিনী। আপনার অর্গাজম যদি আপনার সঙ্গিনীর আগেই হয়ে যায় তবুও তার যেকোনভাবে হোক তারও অর্গাজম করিয়ে দিতে হবে।
বীর্যপাত করেই সঙ্গিনীর কাছ থেকে সরে যাওয়াটাও একটা ভুল। এই ভুলটা আমাদের দেশের ৮০% ছেলেরাই করে থাকে। ছেলে ও মেয়ে উভয়েরই অর্গাজম যদি একসাথেও হয় তবুও মেয়েরা চায় সেক্স শেষ হলে ছেলেরা আরো কিছুক্ষন তাকে আদর করুক। তাই বীর্যপাত করেও সঙ্গিনীকে বেশ কিছুক্ষন সময় দিতে হবে।
অনেকেই আছেন সেক্সের সময় নানান রকম কথা তথা বাজে কথা বলতে থাকেন। এ ব্যপারে একটু সাবধান থাকবেন। আপনার সঙ্গীর চাহিদা বুঝে তবে ভাষার প্রয়োগ করা জরুরি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊