স্বামীকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে আটকে রেখে আগুন লাগিয়ে দিল স্ত্রী

Fire on house


স্বামীকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে আটকে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরূদ্ধে। আগুনে ভস্মীভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি। পুড়ে ছাই হয়ে গেল মোটর সাইকেল সহ গৃহস্থালির আসবাবপত্র। তবে প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী। ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা। 


অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বীরভূমে নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে। আগুনের ধোঁয়া দেখে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। বাড়ির মালিক মান্নার শা'র আভিযোগ তিনি বাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন। সেই সময় তার স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। 



যদিও আগুন লাগার পর দেখা মেলেনি অভিযুক্ত স্ত্রী রোজিনা বিবির।এই অগ্নিকান্ডের খবর পেয়ে রামপুরহাট থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ।