WB SSC Case on Supreme Court

Supreme court


স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল আজ দেশের শীর্ষ আদালতে। শীর্ষ আদালতের দিকে তাঁকিয়ে ছিল চাকরি হারা থেকে শুরু গোটা বাংলা। ৩০ নম্বরে ছিল মামলা। মনে করা হচ্ছিল বিকেলের দিকে হবে শুনানি কিন্তু শেষমেশ সব প্রত্যাশাকে ব্যর্থ করে আজ আর হল না শুনানি হল না। মামলা ওঠার পর প্রধান বিচারপতি জানালেন আগামীকাল শুনানি করবেন। অর্থাৎ  পরবর্তী শুনানি আগামীকাল ৭ই মে। দ্বিতীয় মামলা হিসেবে আগামীকাল হবে শুনানি এমনটাই খবর। 

গত ২২ই এপ্রিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে ২৬ হাজার চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় এসএসসি। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি।

গত শুনানিতে সুপ্রিমকোর্টের পর্যবেক্ষনে ২৬ হাজার চাকরি বাতিলে হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপ করেননি বিচারপতি। তবে সুপার নিউমেরিক পোস্ট তৈরিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, সম্পূর্ন জালিয়াতি বলেই পর্যবেক্ষন করে সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতির প্রশ্ন, ''বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এই অভিযোগ থাকারই পরেও কী ভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট (বাড়তি পদ) তৈরি করা হল?" এরপর আজ ছিল শুনানি।

এদিকে এসএসসি প্রথমে যোগ্য অযোগ্যদের নির্ধারন সম্ভব নয় বলে জানালেও পরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে লিস্ট দিতে পারবেন বলে জানান। শেষমেষ আজ কোন দিকে গড়ায় জল সেদিকেই তাঁকিয়ে ছিল সকলেই।