ISC results 2024 : রাজ্যে সম্ভাব্য প্রথম রীতিশা, ৪০০ এ ৩৯৯, হতে চান সাংবাদিক

ISC Results


আজ প্রকাশিত হল Council for the Indian School Certificate Examinations বা CISCE র ফল। একই দিনে ISCE ও ISC এর ফল প্রকাশ হলো। ২০২৪-এর ICSE পরীক্ষায় রাজ্যের পাশের হার ৯৯.২২%। এরমধ্য়ে মেয়েদের পাশের হার, ৯৯.৪১%। ছেলেদের, ৯৯.০৭%। অন্য়দিকে, ISC পরীক্ষায় রাজ্য়ের পাশের হার ৯৭.৮০%। ছাত্রীদের পাশের হার ৯৮.৮৬%। ছাত্রদের পাশের হার ৯৬.৮৮%। নম্বরের নিরিখে ISC-তে রাজ্য সম্ভাব্য শীর্ষ ঠাকুরপুকুরের রীতিশা বাগচী।



রীতিশা বাগচি কলা বিভাগে ৪০০-তে ৩৯৯ পেয়েছে। বেস্ট অফ ফোরে ইতিহাসে পেয়েছেন, ১০০-এ ১০০। সমাজবিজ্ঞানে ১০০-এ ১০০। মনস্তত্ত্বে ১০০-এ ১০০। ইংরেজিতে ১০০-এ ৯৯। রীতিশা বাগচী বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী। রীতিশার বিশ্বাস, ভাল করে পড়লে , বিষয় যাই হোক নম্বর ভাল পাওয়া যায়। ভবিষ্যতে সাংবাদিক হতে চায় রীতিশা।


ICSE ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছিল এই বছর। অন্যদিকে ISC দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয় ১২ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত। ISC দ্বাদশে পাসের হার ৯৮.১৯%। ICSE দশমে পাশের হার ৯৯.৪৭%.।



আইসিএসই দশমে (Pass Percentage of girls in class 10th) , মেয়েদের পাশের হার ৯৯.৬৫%। ISC দ্বাদশে মেয়েদের পাশের হার ( Pass Percentage of girls in class 12th ) ৯৮.৯২%। আইএসসি-তে এই রাজ্যে পাসের হার ৯৭.৮০ শতাংশ। আইসিএসই-তে রাজ্যে পাসের হার ৯৯.২২ শতাংশ।