WB SSC on Supreme Court: বৈধ চাকরি কত? সুপ্রিমকোর্টে জানালো SSC



১৯ হাজার নিয়োগ বৈধ, তালিকা আছে, চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানাল এসএসসি। SSC এর নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের বিরোধিতায় যে মামলা হয়েছে তার শুনানিতে আজ প্রধান বিচারপতি বোর্ডের কাছে জানতে চান, তাদের কাছে OMR শিট বা তার স্ক্যান কপি রয়েছে কি না। জবাবে SSC জানায়, OMR শিট বা তার স্ক্যান কপি তাদের কাছে নেই। রয়েছে নাইসার কাছে। SSCর কাছে থাকা উচিত বলে জানায় বিচারপতি। এই তথ্য SSC-র কাছে না থাকলে তো গোটা নিয়োগপ্রক্রিয়া বাতিল হয়ে যাওয়া উচিত বলেই পর্যবেক্ষন আদালতের। SSC কি বলতে পারবে কতজনের নিয়োগ বৈধ? তখন SSC আদালতকে জানায়, প্রায় ১৯ হাজার নিয়োগ মেধাতালিকা মেনে হয়েছে। এই ১৯ হাজার নিয়োগ বৈধ। তার তালিকা আদালতে জমা দিতে পারবে SSC।  


অতিরিক্ত শূন্যপদ তৈরিতে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপরে সিবিআই তদন্ত খারিজের দাবিতে সওয়াল করতে শুরু করেন রাজ্যের আইনজীবী। নিয়ম মেনেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে বলেই দাবি করেন আইনজীবী।‌ ৬ বছর পর কেন অতিরিক্ত শূন্যপদ? প্রশ্ন করেন বিচারপতি। ৬ বছর পর ওয়েটিং লিস্টে থাকা কোনও প্রার্থী চাকরি চাইতে এলে তো বলতেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর দুর্নীতির অভিযোগ উঠতেই ৬৮০০ শূন্যপদ তৈরি হয়ে গেল? বিষয়টি বিচারাধীন থাকলেও কেন এই পদক্ষেপ করল মন্ত্রিসভা? প্রশ্ন আদালতের। 


গত ২২ই এপ্রিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে ২৬ হাজার চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় এসএসসি। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি। গতকাল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। আজ সকালেই শুরু হয় মামলার শুনানি।