Latest News

6/recent/ticker-posts

Ad Code

সকাল থেকেই উত্তেজনা মুর্শিদাবাদ জুড়ে, ভুয়ো এজেন্টকে নিজেই ধরলেন CPIM প্রার্থী

সকাল থেকেই উত্তেজনা মুর্শিদাবাদ জুড়ে, ভুয়ো এজেন্টকে নিজেই ধরলেন CPIM প্রার্থী 

Md Selim


সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। তৃতীয় দফায় আজ ভোট গ্রহন চলছে মুর্শিদাবাদে। চূড়ান্ত ঝামেলায় জড়িয়ে পড়লেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। চলল তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি ! মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোথাও এজেন্টকে বের করে দেওয়া, কোথাও আবার মহিলা ভোটারদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ।



এদিকে আবার লোচনপুরের পর গোপীনাথপুরে নিজেই ভুয়ো এজেন্ট ধরেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। সকাল থেকেই বুথে বুথে ছুটে বেড়াচ্ছেন সিপিআইএম প্রার্থী। লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দিয়ে তৃণমূল কর্মী নির্দল এজেন্ট সেজে বুথে বসে পড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে পৌঁছান মহম্মদ সেলিম। বুথে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখে ভুয়ো এজেন্টকে বের করে দেন সেলিম নিজে। ভুয়ো এজেন্টকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। 



রানিনগরের ৩৮ নম্বর বুথের বাইরে সেলিমকে লক্ষ্য করে 'গো ব্যাক, স্লোগান দেয় তৃণমূল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত নদিয়ার করিমপুরের শুভরাজপুরেও ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ। পুলিশের সাহায্যে ভোট কেন্দ্রে পৌঁছন ভোটাররা। অন্যদিকে, এই জেলারই করিমপুরের মহিষবাথানে ১১৩ ও ১১৪ নম্বর বুথে ভোটকক্ষের মধ্যে ঢুকে যায় রাজ্য পুলিশ। সকাল থেকেই মুর্শিদাবাদে উত্তেজনা।

ডোমকলের ঘোড়ামারায় বিরোধী ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ফের তৃণমূলেরই বিরুদ্ধে। পরে বাহিনী আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ। সিপিআইএম এজেন্টকে মারধোরের অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code