তৃণমূলে যোগ দিয়েই সন্দেশখালি কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সিরিয়া পারভীন 

Siriya Parvin


বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগ দিলেন বসিরহাট জেলা বিজেপির সাংগাঠনিক সাধারন সম্পাদক সিরিয়া পারভীন। বৃহস্পতিবার শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের হাত ধরে তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগ দিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভীন। আর যোগ দিয়েই বিস্ফোরক সিরিয়া পারভীন।

তৃণমূলে যোগ দেওয়ার পর সন্দেশখালি কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হন সিরিয়া পারভিন। তিনি বলেন, “অনেক ঘাত, প্রতিঘাত পেরিয়ে এখানে এসেছি। প্রথমে মা-বোনেদের সম্মান ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলাম। ভোটে প্রার্থী ঘোষণা হওয়ার পর জানতে পারি, সন্দেশখালি কাণ্ড একটা বানানো গল্প ছাড়া আর কিছু নয়।" তিনি আরও দাবি করেন, "মহিলাদের আন্দোলন করার জন্য টাকা, মোবাইল দেওয়া হত। কাল কী হবে, তা আগে থেকেই বিজেপির তরফে নির্দেশ দেওয়া হত। পুরোটা জানতে পারি যখন ভেঙে পড়ি। তার পরই দল ছাড়ার সিদ্ধান্ত।”

এদিন সিরিয়া পারভীন সন্দেশখালিতে ওঠা ‘পিঠে বানানো’র অভিযোগ ও সন্দেশখালিতে ওঠা মহিলার শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন সিরিয়া পারভীন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন সিরিয়া পারভীন। ২০১৮ সালে সাধারণ সম্পাদক হন। রাজ্য সংখ্যালঘু সেলের সঙ্গেও যুক্ত ছিলেন সিরিয়া।

সন্দেশখালি কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য জুড়ে। দলীয় প্রচারে এসে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এবং বঙ্গ বিজেপিও হাতিয়ার করেছিল সন্দেশখালিকে। এরপর একের পর এক ভিডিও ভাইরাল হতেই থাকে। যেখানে সবটা বিজেপির ষড়যন্ত্র বলে উঠে আসে (ভিডিও গুলির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য)। ফলে কিছু অস্বস্তিতে পড়ে যায় রাজ্য বিজেপি। এবার সন্দেশখালি, বসিরহাট জেলার সাংগঠনিক সাধারন সম্পাদক যোগ দিলেন তৃণমূলে ফলে অস্বস্তি যে একটু বাড়লো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।