ত্রিপুরা ছেড়ে ঘর ওয়াপসি ঋদ্ধির, ফের বাংলার জার্সিতে সাহা

Wriddhiman Saha


‘বাংলার প্রাক্তন’ তকমা উঠতে চলেছে ঋদ্ধির জার্সি থেকে। দুবছর পর ত্রিপুরা ছেড়ে ফের ফিরছেন বাংলায়। আর জানা যাচ্ছে বরফ গলিয়েছেন দাদা তথা সৌরভ গঙ্গোপাধ্যায়। সবুজ গালচেতে উইকেটের পিছনে দাঁড়িয়ে ডান-বাঁয়ে সুপারম্যানের মতো শরীর ছুঁড়ে ক্যাচ ধরা ট্রেডমার্ক ধারী ঋদ্ধিমান সাহা অভিমান করে বছর দুয়েক আগে বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন ত্রিপুরায়। সেই তিনিই আবার ফিরতে চলেছেন বঙ্গ ক্রিকেটে।

অভিমান করে বছর দুয়েক আগে বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন ত্রিপুরায়। গত কয়েকদিন ধরে ঋদ্ধিকে ফেরাতে উদ্যোগ নিয়েছিল সিএবি। কয়েক দফায় আলোচনা হয় আর তারপর গলে বরফ। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই বরফ গলে এমনটাই খবর।

বাংলার হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন সাহা। এমনকি সবুজ গালচেতে উইকেটের পিছনে দাঁড়িয়ে ডান-বাঁয়ে সুপারম্যানের মতো শরীর ছুঁড়ে ক্যাচ লুফে নিয়েছেন। বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান হিসেবে পরিচিত ঋদ্ধিমান। একসময়ে ঋদ্ধিমানের বাংলা ছাড়া নিয়ে কম বিতর্ক হয়নি। তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বঙ্গের ক্রিকেটসমাজ থেকে।