রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নয়া মুখ কংগ্রেসের


Rahul Gandhi


লোকসভা নির্বাচনের দুই দফা ইতিমধ্যে হয়ে গিয়েছে। সামনেই তৃতীয় দফা। তার আগে রায়বেরলি ও আমেঠিতে প্রার্থী ঘোষনা করলো জাতীয় কংগ্রেস। এই দুই আসনের প্রার্থী নিয়ে কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। শেষমেষ জানা গেল রায়বেরলিতে লড়ছেন রাহুল গান্ধী এবং আমেঠিতে লড়বেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মা।



২০১৯ লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। জল্পনা ছিল, এবার (Lok Sabha 2024) রাহুল ফিরতে পারেন আমেঠিতে। কিন্তু আমেঠিতে নয়া মুখ দিল কংগ্রেস। 


রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯-এ জিতেছিল হাত শিবির। সেখানে সোনিয়া গান্ধী জয়ী হলেও এবার রাজ্যসভায় গিয়েছেন সোনিয়া গান্ধী। আর মায়ের ছেড়ে আসা আসনে এবার ছেলে রাহুল। পাশাপাশি ওয়ানাড় থেকেও প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী।