এবার আপনি থাকতে পারবেন জাহ্নবীর বাড়িতেও !
জাহ্নবীর জন্য চেন্নাইয়ে একটা বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। সেই বাড়িতেই শৈশবের স্মৃতিকে আটকে রেখেছেন শ্রীদেবীকন্যা। যখনই সুযোগ পান কিংবা মায়ের কথা মনে পড়ে, একছুটে চেন্নাইয়ের সেই বাড়িতেই পৌঁছে যান জাহ্নবী। এবার সেই বাড়িকেই হোটেল বানালেন অভিনেত্রী। খবর অনুযায়ী, এআরবিএনবির সাহায্য়ে জাহ্নবী এই বাড়িকেই গেস্ট হাউস বানাচ্ছেন।
জানা গিয়েছে, চেন্নাইয়ে ঘুরতে গেলে এই গেস্ট হাইসে আপনিও থাকতে পারবেন। শ্রীদেবীর স্মৃতি ভরা এই বাড়িতে সময় কাটাতে পারবেন। শুধু তাই নয়, খোদ জাহ্নবী আসবেন, আপনার যত্নআত্তি করতে। ইচ্ছে করলেই আড্ডা মারতে পারবেন শ্রীদেবীকন্যার সঙ্গে। শুধু তাই নয়, খাওয়ার মেনুতে থাকবে শ্রীদেবীর প্রিয় নানা দক্ষিণী খাবার।
আমনপ্রীত বাজাজ, জেনারেল ম্যানেজার, এআরবিএনবি ইন্ডিয়া, সাউথইস্ট এশিয়া, হংকং ও তাইওয়ান বলেন, ‘’আইকন জীবনে নিয়ে আসে এমন সব অভিজ্ঞতা যা একেবারে ম্যাজিকের মতো এবং সত্যি সত্যিই কল্পনারও বাইরে। আইকন চালু করার অংশ হিসাবে আমরা এই বিশেষ প্রচারের কাজে জাহ্নবী কাপুরের অংশীদার হতে পেরে রীতিমতো উত্তেজিত। উপকূলের বেলাভূমিতে জাহ্নবী কাপুরের যে বাড়ি রয়েছে এই উপলক্ষ্যে সেখানে আমরা উঁকি দেওয়ার নজিরবিহীন সুযোগ পাব।’
আইকন উদ্বোধনের অঙ্গ হিসাবে বলিউড সুপারস্টার জাহ্নবী কাপুর চেন্নাইয়ে তাঁর পারিবারিক এস্টেটের দরজা উন্মুক্ত করে দিচ্ছেন এবং সেখানে থাকার অভিজ্ঞতার সঙ্গে অন্য কোনও কিছুরই তুলনা হতে পারে না। পর্দায় মনোমুগ্ধকর অভিনয়ের জন্য জাহ্নবী বিখ্যাত। তিনিই বিশেষ প্রোমোশনাল এই প্রচারের অংশ হিসাবে তাঁর উপকূলের বাড়িতে ২ জন করে দুটি টিমকে স্বাগত জানাবেন।
বাড়িটি সম্পর্কে : বেলাভূমিতে জাহ্নবী কাপুরের স্বর্গ
শান্ত বেলাভূমির একেবারে সামনেই রয়েছে জাহ্নবী কাপুরের উপকূলের বাড়িটি। এই বাড়ি হল প্রশান্তি ও ঊষ্ণতার অবাধ লীলাভূমি।এখানে পরিবারের প্রি্য় লোকজনদের সঙ্গে জাহ্নবী তাঁর শৈশবের অনেকগুলি গ্রীষ্মকাল কাটিয়েছেন। এবারই প্রথম সেই বাড়িতে থাকার সুযোগ পাবেন এআরবিএনবির বাছাই করা অতিথিরা। এই বাড়িতে যাঁরা অতিথি হবেন তাঁরা কাপুর পরিবারের ঐতিহ্যস্বরূপ কাপড়ের ওপর সুতোর কাজের খুব দামি ও বর্ণিল নমুনাগুলো দেখার এবং উপভোগ করার সুযোগ পাবেন এবং ওই বাড়িতে থাকার দিনগুলিতে তাঁদের প্রিয় বলিউড অভিনেত্রীর মতোই অতিথিদের সামনে নতুন অভিজ্ঞতার দরজা খুলে যাবে। .
জাহ্নবী নিজে অতিথিদের স্বাগত জানাবেন এবং তাঁর বাড়িটা নিজেই ঘুরিয়ে দেখাবেন। বাড়ির প্রবেশপথেই রয়েছে শ্বেতশুভ্র পদ্মের ভাস্কর্য, যা শিল্পীরা তৈরি করেছেন নিজেদের হাতে। পদ্ম হল পজিটিভ এনার্জি ও সৌভাগ্যের প্রতীক। বাড়ির ভিতরের প্রশস্ত জায়গাগুলি সাজানো রয়েছে বাঁশ, বেত ও মর্মর পাথরের কাজ দিয়ে। চূড়ান্ত আরামের মধ্যে হাত পা ছড়িয়ে থাকার জন্যই এই বাড়িটা তৈরি করা হয়েছে। বাড়ির একেবারে মাঝখানে রয়েছে স্বল্প আসবাবে সাজানো লিভিং রুম, ডাইনিং এলাকায় রয়েছে পারিবারিক স্মৃিতর সমৃদ্ধ সম্ভার, রয়েছে জাহ্নবীর ড্রেসিং রুম যেখানে তিনি তাঁর ত্বকের যত্ন নেওয়ার কাজ করেন, এবং রয়েছে খোলামেলা বিশাল শোবার ঘর। বাড়ির পিছনেই রয়েছে বিরাট একটা বাগান যা মাঝে মাঝেই পাম ট্রির সারি ও ফোয়ারা দিয়ে সাজানো। রয়েছে বিশাল একটি সুইমিং পুল, এবং চারপাশের দৃশ্য উপভোগ করার জন্য ছোট্ট একটা বাড়ি। এই জায়গাটা হাত পা ছড়িয়ে আরাম করার এবং উন্মুক্ত আকাশের নীচে বসে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার পক্ষে একেবারে আদর্শ।
জাহ্নবী কাপুর বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় স্মৃতিমেদুরতা রয়েছে গ্রীষ্মের দিনগুলো নিয়ে। চেন্নাইয়ের এই বাড়িতে পরিবারের সঙ্গে আমরা দিনগুলো কাটিয়েছি। আমার কাছে এই জায়গাটা সবসময় মনে হয়েছে একটা অভয় অরণ্যের মতো, এবং আমার যাঁরা অনুরাগী তাঁদের সঙ্গে সেই অনুভূতি আমি ভাগ করে নিতে চাই। সেকারণে এই প্রথমবার আমি এআরবিএনবির কাছে আমার বাড়িটিকে উন্মুক্ত করে দিচ্ছি। এআরবিএনবির অতিথি যাঁরা হবেন তাঁদের সঙ্গে আমি আমার পরিবারের প্রথা ও রীতিনীতিগুলি ভাগ করে নিতে পারব, সেকথা ভেবেই আমি উত্তেজিত বোধ করছি। সেই অতিথিদের সামনে কাপুরদের অন্দরমহলের ছবিটা আস্তে আস্তে উন্মুক্ত হয়ে যাবে — তাঁরা সুইমিং পুলের ধার বসে নিজেদের শরীরকে স্নিগ্ধ করে তুলবেন, আমাদের প্রিয় কিছু খাবার উপভোগ করবেন, যোগা অনুশীলন করবেন, আমার মায়ের ত্বকের যত্নের প্রাকৃতিক উপাদানগুলি নিজেরা ব্যবহার করার চেষ্টা করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এভাবেই তৈরি হবে তাঁদের বিশষ স্মৃিতর ভাণ্ডার। এআরবিআনবির আইকন ক্্যাগরির অংশ হতে পেরে আমি খুশি এবং এারবিএনবির অতিথিশালায় অতিথিদের স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে রযেছি।’
কোথায়, কীভাবে থাকবেন : বলিউড তারকা জাহ্নবী কাপুরের স্টাইলে থাকুন
এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনুরাগীরা শুধুমাত্র জাহ্নবীর সঙ্গে দেখা করার সুযোগই পাবেন না, বরং তিনি যেভাবে তাঁর দিন কাটান সেভাবে কাটাতে পারবেন একটা গোটা দিন। যেসব কাজ করতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেগুলোও তাঁরা করতে পারবেন। এসবের মধ্যে থাকছে:
· জাহ্নবীর সঙ্গে ওই বাড়ি একান্তভাবে ঘুরে দেখার সুযোগ। এখানে ছোটবেলায় কাটানো দিনগুলোর কথাও শোনাবেন তিনি।
· প্রতি দিন তিনি কীভাবে প্রাকৃতিক উপায়ে তাঁর ত্বকের যত্ন নেন সেই গোপন কথা জানাবেন জাহ্নবী এবং জানাবেন বলিউডের সেরা সৌন্দর্যের গোপন কথাও। এটাই হবে রিল্যাক্স করার সবচেয়ে ভাল উপায়।
· জাহ্নবীর প্রিয় খাবার হল ঘি পোডি রাইস, অন্ধ্র বিরিয়ানি, পেসারাত্তু দোসা এবং পালকোভা। খাবার টেবিলে এসব তো থাকবেই। তার সঙ্গে থাকছে সেরা দক্ষিণ ভারতীয় রান্না।
· সকালে ঘুম থেকে ওঠার পরই থাকবে মনোমুগ্ধকর দৃশ্যের মাঝে যোগা অনুশীলন। এরপরেই আসবে স্বাদে-গন্ধে অতুলনীয় প্রাতঃরাশ।
· থাকবে জাহ্নবীর কাছে থেকে পাওয়া একেবারে ব্যক্তিগত স্মারক এবং এধরনের স্মারক জীবনে একবারই পাওয়া সম্ভব হয়।
কীভাবে বুকিং করবেন:
· বুকিংয়ের জন্য আর্জি নেওয়া শুরু হবে ১২ মে, ভারতীয় সময় সন্ধে ৬টা ৩০ মিনিটে। তবে কাউন্টডাউন শুরু হয়ে যাবে ৯ মে থেকে। সুতরাং, নজর রাখুন।
· ২জন করে অতিথির ২টি টিম এখানে থাকার এবং সারা জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ বুকিং করতে পারবেন। তবে বুকিংয়ে টাকা দিতে হবে না।
· ভারতের চেন্নাই থেকে জাহ্নবীর বাড়িতে পৌঁছনো এবং সেখান থেকে চলে যাওয়ার খরচ করতে হবে নিজেদের।
বিশ্বজুড়ে যে সব আইকন তাঁদের বাড়ির দরজা উন্মুক্ত করে দেবেন তাঁদের মধ্যে থাকছেন গ্র্যামি পুরস্কার জয়ী শিল্পী দোজা ক্যাট, টিক টক সেনসেশন খাবি লেম এবং রেগগায়েটন সুপারস্টার ফেইড।
জাহ্নবী কাপুরের মতো আইকনদের বাড়িতে থাকার ব্যাপারটা রয়েছে একেবারে তাঁদের নিজেদের ক্যাটগরিতে। ফলে এআরবিএনবির হোমপেজে সেগুলি সম্পর্কে সহজে খোঁজ পাওয়া যাবে। কাউন্টডাউন থেকেই দেখা যাবে কখন আইকন লাইভ হচ্ছে, এবং অতিথিরা অ্যাপে বুকিংয়ের জন্যও অনুরোধ করতে পারেন। সৌভাগ্যবান যে অতিথিরা নির্বাচিত হবেন তাঁরা তাঁদের এই অভিজ্ঞতার জন্য পাবেন ডিজিটাল গোল্ডেন টিকিট।
বিজ্ঞপ্তি : এটা পুরোপুরি মার্কেটিং/প্রোমোশনাল প্রচার, থাকা / বোর্ডিং/ ছুটির সময় ভাড়া দেওয়ার ব্যবসার জন্য এই বাড়িটি তালিকভুক্ত করা হয়নি।
About Airbnb:
Airbnb was born in 2007 when two Hosts welcomed three guests to their San Francisco home and has since grown to over 5 million Hosts who have welcomed over 1.5 billion guest arrivals in almost every country across the globe. Every day, Hosts offer unique stays and experiences that make it possible for guests to connect with communities in a more authentic way.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊