Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লির আলিপুরের ব্যাঙ্কুয়েট হলে ভয়াবহ অগ্নিকাণ্ড

Massive Fire In Banquet Hall In Delhi's Alipur Sparks Huge Plume Of Smoke

Massive Fire In Banquet Hall In Delhi's Alipur Sparks Huge Plume Of Smoke



শুক্রবার দিল্লির আলিপুর এলাকায় একটি ব্যাঙ্কোয়েট হলে বিশাল অগ্নিকাণ্ড ঘটে এবং এখনও হতাহতের খবর পাওয়া যায়নি, কর্মকর্তারা জানিয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে যে অগ্নিকান্ডের ঘটনাটি দুপুর 1.55 মিনিটে ঘটেছে এবং 13টি ইঞ্জিন ঘটোনাস্থলে পৌঁছেছে।  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

উপস্থিত এক কর্মকর্তা জানিয়েছেন,  এখনও পর্যন্ত, এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর নেই। তবে কি কারনে এই অগ্নিকান্ড তা এখনো জানা যায়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code