Massive Fire In Banquet Hall In Delhi's Alipur Sparks Huge Plume Of Smoke
শুক্রবার দিল্লির আলিপুর এলাকায় একটি ব্যাঙ্কোয়েট হলে বিশাল অগ্নিকাণ্ড ঘটে এবং এখনও হতাহতের খবর পাওয়া যায়নি, কর্মকর্তারা জানিয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে যে অগ্নিকান্ডের ঘটনাটি দুপুর 1.55 মিনিটে ঘটেছে এবং 13টি ইঞ্জিন ঘটোনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
উপস্থিত এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত, এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর নেই। তবে কি কারনে এই অগ্নিকান্ড তা এখনো জানা যায়নি।
#WATCH | Fire broke out in Carnival Resort in Delhi's Alipur. Fire tenders rushed to the spot.
— ANI (@ANI) May 24, 2024
More details awaited. pic.twitter.com/Z0BmPnr6Yz
0 মন্তব্যসমূহ
thanks