Mamata Banerjee: মমতার হাওয়াই চটি ছিঁড়ে বিপত্তি

Mamata Banerjee



শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বক্তব্য রাখার পরই তিনি বুঝতে পারেন, চটি ছিঁড়ে গিয়েছে।


নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তথা তৃণমূল সুপ্রিমোর চটি ছিঁড়ে বিপত্তি। সভামঞ্চে সেই চটিতে সেফটিপিন লাগাতে গিয়ে সেই পিন মুখ্যমন্ত্রীর আঙুলে ফুটে যায়। যদিও তড়িৎ গতিতে এমন ‘ছোট’ বিপদ সামলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছিঁড়ে যাওয়া হাওয়াই চটি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন- "ওর দোষ কিছু নেই, ওর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে।"

নিরাপত্তারক্ষী তাঁকে বলেন, নতুন চটি আনিয়ে নেবেন। কিন্তু মমতা বাধা দিয়ে পালটা প্রশ্ন করেন, কোথা থেকে আনবে? আসলে, মুখ্যমন্ত্রী একটি বিশেষ ধরনের চটিই পরে থাকেন। তা সর্বত্র পাওয়া যাবে কি না, তা নিয়ে তাঁর সংশয় হওয়াতেই ওই প্রশ্ন করেন। বলেন যে একটি সেফটিপিন পেলে তিনি তা চটিতে লাগিয়ে আপাতত ব্যবহার করবেন।

আর এরপরই সেফটিপিন লাগাতে গিয়েই আরও এক বিপত্তি ঘটে। আঙ্গুলে ফুটে যায় পিন। অবশ্য এর পর সাড়াই করা চটি জুতো পরেই ইন্দ্রনীলের গানের তালে পা মেলান মমতা।