সাহেবগঞ্জ থানার বড় সাফল্য, অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ ব্যক্তিকে গ্রেপ্তার

police



দিনহাটা:

অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতে পাঠালো সাহেবগঞ্জ থানার পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে এই খবর জানানো হয়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে শুক্রবার ভোরবেলা কন্ট্রোলের হাট বাজারে ডাকাতির উদ্দেশ্যে চার ব্যাক্তি জড়ো হয়েছিল। গোপন সূত্রে সেই খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করে চার ব্যাক্তিকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ইম্প্রোভাইজড ওয়ান শাটার বন্দুক, দুটি 7.65 এমএম কার্তুজ, একটি লোহার রড, একটি লোহার তলোয়ার।

সাহেবগঞ্জ থানার পুলিশ আরও জানায় গ্রেফতার চার ব্যাক্তির নাম মুন্না আলী (বাড়ি কিসামত মোকারারী), সাহানুর হোসেন( বাড়ি করলা) , জিয়ারুল হক (বাড়ি কিসামত মোকারারী), রাহুল হক (বাড়ি থরাইখানা)। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ গ্রেফতার চার জনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় সাহেবগঞ্জ থানার পুলিশ।