IPL PlayOff KKR vs SRH: ৫ বোলারের উইকেট, ১৫৯-এ অল আউট হয়ে থমকে গেল হায়দ্রাবাদ 

IPL PlayOff KKR vs SRH


শেষ হয়েছে লিগ পর্বের খেলা। আইপিএল ২০২৪-র আসরে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল কলকাতা আর দুইয়ে ছিল হায়দ্রাবাদ। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম প্লে অফে মুখোমুখি হয়েছে দুই দল। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

প্রথম ব্যাট করতে নেমে ওপেন করেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। আর প্লে অফের মঞ্চে শুরুতেই হায়দরাবাদ শিবিরকে ধাক্কা দেয় কলকাতা। খাতা খুলতে না পেরেই দলগত শূন্য রানেই ফেরেন হেড। প্রথম ওভারের দ্বিতীয় বলে স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন হেড। আর তার কিছু পরে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন অপর ওপেনার অভিষেক। ৯ করে ফেরেন নীতিশ খালি হাতেই ফেরেন শাহবাজ। ক্রিজে আঁকড়ে তখন রাহুল ত্রিপাঠি। রাহুলকে কিছুটা সঙ্গ দেন ক্লাসেন। ৩২ রান করে ফেরেন ক্লাসেন। নামেন সামাদ। ৫৫ করে ফেরেন রাহুল। ১৬ করে ফেরেন সামাদ। ব্যাট করতে নেমেই খালি হাতে ফেরেন ভুবেনশ্বর। কামিন্স ও বিজয়াকান্ত যখন ক্রিজে তখনও নির্ধারিত ওভারে বাকি ৪ ওভার। কামিন্স ম্যাচকে টানতে থাকে। শেষমেষ ২৪ বলে ৩০ রান করে। বিজয়াকান্ত ৭ রান করে অপরাজিত থাকেন। ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে হায়দ্রাবাদ। 


এদিন কলকাতার হয়ে ৪ ওভার করে বল করে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন নারিন, ২৭ রান দিয়ে ১টি উইকেট নেন হর্ষিত, ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন বরুন, এদিন ফের জ্বলে উঠলেন স্টার্ক ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। রাসেল ১.৩ ওভার বল করে ১৫ রান দিলেও ১ উইকেট নিতে পারেননি। বৈভব ২ ওভারে ১৭ রান দিয়ে ১টি উইকেট নেন। কলকাতার ৫ বোলারই এদিন উইকেট সংগ্রহ করে। শেষমেষ ১৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে সানরাইজার্স। কলকাতার টার্গেট ১৬০।