আমার বদনাম করে কেউ ভোটে ফায়দা তুলতে চান, শ্লীলতাহানি অভিযোগ উড়িয়ে রাজ্যপাল 


CV Ananda Bose

বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর অভিযোগ উঠলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। দেশের প্রধানমন্ত্রী আসার কয়েক ঘন্টা আগেই চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ে।


জানা যায়, রাজভবনেই কর্মরত এক মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। গত কয়েক দিন ধরে রাজ্যপাল তাঁকে কু-ইঙ্গিত করছিলেন এবং আজ সন্ধেয় চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। এরপরেই রাজভবনে পৌঁছান কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। মহিলাকে নিয়ে আসা হয় থানায়। জানা যাচ্ছে, রাজভবনের পিস রুমে কর্মরত ওই অভিযোগকারীনি। 



এদিকে, বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস লেখেন, ‘‘সত্যের জয় হবেই। কৌশলী কোনও আখ্যানের সামনে আমি মাথা নত করতে রাজি নই। যদি আমার বদনাম করে কেউ ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তাঁদের মঙ্গল করুন। কিন্তু তাঁরা বাংলায় দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবেন না।’’