আজ কোচবিহারে একদিকে নরেন্দ্র মোদী অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, কখন কোথায় কর্মসূচি?
বেজে গেছে লোকসভা নির্বাচনের দামামা। সরকার টিকিয়ে রাখতে জোরকদমে প্রচার শুরু করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য দলগুলিও প্রচারে খামতি রাখছে না। আগামী ১৯শে এপ্রিল প্রথম দফায় বাংলার তিন আসনে ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রথয় দফায় নির্বাচন। এর মধ্যে এবার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুড়িতে সভা করে দিয়েছেন আগেই। এবার তার প্রথম সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ( Nisith Pramanik ) কেন্দ্র কোচবিহার লোকসভা। এই আসনে গত লোকসভায় জয়ী হয়েছিল বিজেপি। সাংসদ হন নিশীথ প্রামাণিক। পান প্রতিমন্ত্রীর দায়িত্বও। এবার এই আসনে তৃণমূলের প্রার্থী সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বামেদের তরফে ভোট লড়বেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়। পিয়া রায়চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস।
বৃহস্পতিবার কোচবিহার থেকে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। বিকেল সাড়ে চারটেয় কোচবিহার শহরের রাসমেলা ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি, এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রথমে হাসিমারা এয়ারবেসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। আবহাওয়া ভাল থাকলে সেখান থেকেই কপ্টারে তাঁর কোচবিহার শহরে পৌঁছনোর কথা আছে তাঁর।
এদিকে আজই কোচবিহারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কোচবিহারে। কোচবিহারে (Cooch Behar Lok Sabha Constituency) মাত্র ৩০ কিলোমিটার ব্যবধানে সভা রয়েছে মোদীর। কোচবিহার রাসমেলা ময়দানে মোদী অন্যদিকে মাথাভাঙায় মমতা।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলায় ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও হাসপাতালে রোগীদের দেখতে ঝড়ের দিন রাতেই উত্তরবঙ্গে ছুটে আসেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি উত্তরবঙ্গের একাধিক জায়গা ঘুরে বেড়িয়েছেন। চা শ্রমিকদের সাথে চা তুলেছেন, শুনেছেন তাঁদের অভাব অভিযোগের কথা। চালসায় গিয়েছেন। গিয়েছেন গির্জাতেও। এবার আজ দুপুরে মাথাভাঙায় তাঁর সভা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊