বাম প্রার্থী সৃজনের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কালী লাগিয়ে দেওয়ার অভিযোগ
সোনারপুর :
যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কালী লাগিয়ে দেওয়ার অভিযোগ। কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেয়াল লিখন এর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য এই ওয়ার্ডে সিপিএমের দেওয়ার লিখনের মত কর্মী নেই। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে সিপিএমের বক্তব্য তারা দীর্ঘদিন ধরেই এই দেওয়াল গুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন।
এলাকার বামকর্মী কৃশানু বিশ্বাস জানান কাউন্সিলরের মধ্যে এইসব ঘটনা ঘটেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন লাল ঝান্ডটাকে ভয় পাচ্ছে তৃণমূল। জিততে পারবে না বুঝতে পেরেই এইসব করছে তৃণমূল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊