Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইডেনে রেকর্ড কলকাতার, গড়লো জোড়া নজিরও

ইডেনে রেকর্ড কলকাতার, গড়লো জোড়া নজিরও 

KKR


আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দাপুটে ইনিংস খেললো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট ইডেনে যেমন দাপট দেখালো তেমন গড়লো তিন নজিরও। ২৬১ রানের বিশাল স্কোর গড়ে একটি রেকর্ড আর জোড়া নজির গড়লো কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে সবথেকে বেশি রানের রেকর্ড গড়ে ফেললো কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০২৩ সালে কেকেআরের বিরুদ্ধে ২৩৫ রান করেছিল চেন্নাই সুপার কিংস সেটাই ছিল আইপিএলে ইডেনে এক ইনিংসে সর্বোচ্চ রান। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে ২৬১ রান তুলে সেই রেকর্ড নিজেদের দখলে নিল কলকাতা নাইট রাইডার্স।

পাশাপাশি এক ইনিংসে দ্বিতীয় সর্বাধিক রান করার নিজর গড়লো কলকাতা। এর আগে বিশাখাপত্তনমে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ২৭২ রান তুলেছিল কেকেআর। যা ছিল এক ইনিংসে কলকাতার সর্বাধিক রান।

এই ম্যাচেই সেরা ওপেনিং জুটি বেঁধেছে কলকাতা। সুনীল নারাইন ও ফিল সল্টের দাপুটে ব্যাটিংয়ে ৬২ বলে ১৩৮ রানের জুটি বাঁধে। কেকেআরের হয়ে আইপিএলে এটি সর্বাধিক ওপেনিং জুটি। এই জুটির উপর ভর করেই ২০ ওভারে ২৬১ রান করে কেকেআর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code