কোচবিহারের মতো এলাকায় সারা বছরই সন্ত্রাস থাকে TMC-র মন্ত্রী নেতারা ওখানে দাড়িয়ে দাড়িয়ে সন্ত্রাস করাচ্ছে: দিলীপ ঘোষ
টিএমসি যতো হারছে ততোই গলার আওয়াজ করছে।নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স সবাইকে গালাগালি দিচ্ছে,যদি যিতেছেন তো গালাগালি কেনো দিচ্ছেন। এভাবেই আক্রমণ দিলীপ ঘোষের।
তৃনমূলের বিধায়ক খোকন দাস বলেছেন বর্ধমান দূর্গাপুর থেকে ব্যপক ভোটে হারাবো দীলিপ ঘোষকে,সেই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে দীলিপ বাবু জানান উনি আগে নিজের সিটটা ধরে রাখুন,ওখানেই লিড নেবো আমি এবারে।মারপিঠ করে ভয় দেখিয়ে গুন্ডা লাগিয়ে আর সুবিধা করতে পারবেনা তাহলেই ভিতরে যেতে হবে।কোচবিহারের মতো এলাকা সারা বছরি ওখানে সন্ত্রাস থাকে টিএমসির মন্ত্রী নেতারা ওখানে দাড়িয়ে দাড়িয়ে সন্ত্রাস করাচ্ছে,সেখানে শান্তি মতো ভোট হবে আশা করা যায়।কি করে ?
তিনি আরও বলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা শাখা আছে,ভিতরে ঘুরলাম এই ৬০০কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্যে রাজ্যের টাকায় এখানে ভূতের আড্ডা হয়েছে ।কৃষি বলে কিছু দেখলাম না,ধান চাষ হয়েছে,যেটা পাশে গিয়ে দেখুন আমাদের চাষীরা তার চেয়ে অনেক ভালো করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য শনিবার বর্ধমানের এগ্ৰিকালচার ফার্ম এলাকায় প্রাতঃভ্রমনে যান বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ,সেখানে প্রাতঃভ্রমন শেষ করে চায়ে পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনি মন্তব্য করেন দিলীপ ঘোষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊