নওসাদ সিদ্দিকীর মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জীর নামে জয়ধ্বনি, উটছে প্রশ্ন এরা কারা?
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট বড়কাছারী মন্দির সংলগ্ন প্রায় ৮০ থেকে ৯০ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে হয়ে যায় প্রায় ৮০ থেকে ৯০ টি দোকান। আজ সেই ঘটনাস্থলে পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
দোকানদারদের সাথে কথা বলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পিছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে। সেই চিৎকার কে কোন গুরুত্ব না দিয়ে নওশাদ সিদ্দিকী তাদেরকেই বলেন আমি এখানে রাজনীতি করতে আসিনি। রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলব। এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নওশাদ সিদ্দিকী।
ইনি ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বার দেন এবং তিনি বলেন জেলাশাসক এবং বিডিওর সাথে এই বিষয় তিনি কথা বলবেন। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নওশাদ সিদ্দিকী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊