দলগত ভাবে আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হায়দ্রাবাদের
দলগত ভাবে আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হায়দ্রাবাদের। আজ দিল্লীর করুন জেটলি স্টেডিয়ামে আইপিএল ২০২৪-র ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লী ক্যাপিটালস। ওপেন করতে নেমেই মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে যেতে দেখা যায় সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ব্যাটার হেডকে আর তাঁকে সঙ্গ দিচ্ছিলেন অভিষেক শর্মা।
এদিন, মাত্র ১৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন হেড। চার-ছয়ে একাকার করে স্টেডিয়ামে থাকা দর্শকদের মনোরঞ্জন করছিলেন হেড। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে পাঁচ ওভারে দলগত ভাবে ১০০ রানের গণ্ডি টপকে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রসঙ্গত ২০২৪-র আইপিএলে মারমুখী মেজাজে দেখা যাচ্ছে হেডকে। আর একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে দলগত ভাবে সর্বোচ্চ রানের নজির গড়ে নিজেরাই আবার সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড লিপিবদ্ধ করেছেন। এই মরশুমে ৭ ওভারে ১০০ করে দলগত ভাবে সেঞ্চুরি করার তালিকায় শীর্ষস্থান হায়দ্রাবাদের ছিল। আজ আবার ৫ ওভারে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে নজির লিপিবদ্ধ হায়দ্রাবাদ।
দলগতভাবে দ্রুততম ১০০ রান
5 overs - SRH vs DC, Delhi, আজ
6 overs - CSK vs PBKS, Mumbai WS, 2014
6 overs - KKR vs RCB, Bengaluru, 2017
6.5 overs - CSK vs MI, Mumbai WS, 2015
7 overs - SRH vs MI, Hyderabad, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊