নিউ ইয়ারে উত্তরবঙ্গবাসীর জন্য কেন্দ্র সরকারের বড় উপহার
নতুন বছরের শুরুতেই বাংলার জন্য বড় উপহার নিয়ে এল রেল মন্ত্রক। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে কলকাতা–গুয়াহাটি রুটে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১৫–২০ দিনের মধ্যেই এই পরিষেবা চালু হবে। সম্ভাব্য উদ্বোধনের তারিখ ১৮–১৯ জানুয়ারি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই আধুনিক ট্রেনের উদ্বোধন করতে পারেন।
এই ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এর মধ্যে ১১টি থ্রি-টিয়ার, ৪টি টু-টিয়ার এবং একটি ফার্স্ট ক্লাস কোচ। গোটা ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে, যাতে দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের আরাম নিশ্চিত হয়। নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে আধুনিক কবচ প্রযুক্তি এবং ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম। ফলে যাত্রীরা আরও নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন।
রুটের দিক থেকে এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল, কাটোয়া হয়ে মালদা টাউন ছুঁয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। এরপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও হয়ে গুয়াহাটি যাবে। এই পথে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ জং, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এবং অসমের বঙ্গাইগাঁও ও কামরূপ মেট্রোপলিটন জেলা যুক্ত হবে। অর্থাৎ উত্তরবঙ্গ ও অসমের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও আধুনিক হবে।
পরিকল্পনা অনুযায়ী, ট্রেনটি সন্ধ্যায় কলকাতা থেকে ছাড়বে এবং সকালে গন্তব্যে পৌঁছবে। এতে রাতের ভ্রমণ আরও আরামদায়ক হবে। যাত্রীরা দিনের সময় বাঁচিয়ে রাতেই যাত্রা সম্পূর্ণ করতে পারবেন।
এই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে উত্তরবঙ্গের মানুষদের কলকাতা বা আসাম সফর অনেকটাই সহজ হয়ে যাবে। দীর্ঘ দূরত্বের যাত্রায় আরাম, নিরাপত্তা ও সময় সাশ্রয়—সবই মিলবে একসঙ্গে। বাংলার মানুষ এবং উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় সুবিধা হয়ে উঠবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊