Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata: থমথমে দিনহাটা, বনধে আপাতত স্থিতিশীল পরিস্থিতি

Dinhata:  থমথমে দিনহাটা, বনধে আপাতত স্থিতিশীল পরিস্থিতি

Dinhata Strike



গতকালের ঘটনার পর বুধবার সকাল থেকেই দিনহাটায় বন্ধ দোকানপাট। বৃষ্টি ভেজা সকালে থমথমে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকা। রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ এর উপস্থিতি চোখে পড়েছে। লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে ফের একবার শিরোনামে দিনহাটা।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার রাত ৯ টায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। বিজেপির অভিযোগ ছিল দিনহাটা শহরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস, ছোড়া হয় পাথর গুলি বোমা।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ কনভয় থামিয়ে হামলা চালায় নিশীথের কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মীরা।

দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয়, আহত হন দুই পক্ষের বেশ কিছু কর্মী। জেলা বিজেপি সভাপতি আক্রান্ত হন, তার চোখে আঘাত লাগে। নিজেদের কর্মীদের বাঁচাতে তেরে আসেন দুই মন্ত্রী নিশীথ প্রামানিক উদয়ন গুহ। রনক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ, লাঠি আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের। তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে ফের একবার শিরোনামে দিনহাটা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা।

উল্লেখ্য ঘটনার পরেই দিনহাটা মহাকুমা জুড়ে ২৪ ঘন্টা বন্ধ এর ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি।

বুধবার সকাল থেকে বন্ধের ছবি ধরা পড়ছে দিনহাটা জুড়ে, সকাল থেকে দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধের ছবি ধরা পড়ে। গ্রামগঞ্জেও কমবেশি বন্ধের ছবি ধরা পড়েছে। এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ছবি ধরা পড়েনি.....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code