NRC নিয়ে মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে ভুল বোঝাচ্ছে: সুকান্ত মজুমদার
গঙ্গারামপুর:
NRC নিয়ে মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে ভুল বোঝাচ্ছে,তবে ভয়ের কোনো কারণ নেই। CAA - র ফলে কারো কোনো ক্ষতি হবে না। লোকসভা নির্বাচনী সভামঞ্চ থেকে এমনই আশ্বাস দিলেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সেইসঙ্গে তৃণমুল প্রার্থী বিপ্লব মিত্রকে হারু মিত্র বলেও কটাক্ষ করলেন তিনি।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গঙ্গারামপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে বাসস্ট্যান্ড এলাকায় পথসভার আয়োজন করা হয়। সভার শুরুতেই বিজেপির পক্ষ থেকে বের করা হয় একটি মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এদিনের এই মিছিল ও পথসভায় বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ছাড়াও জেলার প্রথম সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী পথসভা থেকে গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনে রূপান্তরিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি জেলার ঐতিহাসিক স্থান বানগড়ে পর্যটন কেন্দ্র তৈরীর আশ্বাস দেন তিনি।সেইসঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করতেও ছাড়লেন না সুকান্ত মজুমদার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊