বোমা তৈরি মশলা মজুত করার অভিযোগে গ্রেপ্তার এক বিজেপিকর্মী
সোমবার রাতে সিউড়ি হাসপাতালের কাছে নতুনপল্লী মোড় এলাকা থেকে বোমা তৈরি মশলা মজুত করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ ও স্পেশাল অপারেশান গ্রুপ। ধৃতের নাম শ্যামল দলুই । মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হলে ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক ।
তৃনমূল জেলা সহসভাপতি মলয় মুখ্যাজী বলেন, "প্রার্থী নিয়ে দ্বন্দ চলছে পোস্টার পড়েছে সেইসবের জন্য বিজেপি ওদের পুরানো ধান্দা শুরু করেছে । ঝাড়খণ্ড থেকে দুস্কৃতী এনে বোমা বারুদ মজুত করছে শান্ত এলাকা অশান্ত করার উদ্দেশ্যে ।"
জেলা বিজেপি সহসভাপতি দীপক দাস বলেন, "অভিসন্ধিমূলক ষড়যন্ত্র । এসওজি ওসি জাহিদুল ইসলাম সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তৃনমূলের দালালি করছে । প্রত্যেক নির্বাচনের আগে কি করে জাহিদুল ইসলাম বারবার এসওজি ওসি হয়ে যায় ? কার অঙ্গুলিহেলনে ? জাহিদুল ইসলামের পরিবারের লোক তৃনমূলের পঞ্চায়েত সদস্য । শ্যামল দলুই ভালো সংগঠক তৃণমূল দাঁত ফোটাতে পারছিল না তাই তৃনমূল চক্রান্ত করে এটা করিয়েছে ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊