১৪ বছর আগের স্মৃতি উস্কে ফের জলদস্যুদের কব্জায় বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লা


জাহাজ এম ভি আবদুল্লা
জাহাজ এম ভি আবদুল্লা


ফের জলদস্যুদের (Pirates) কবজায় জাহাজ৷ এবার এম ভি আবদুল্লা নামে বাংলাদেশের (Bangladesh) একটি জাহাজকে অপহরণ করে জসদস্যুরা৷ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরশাহির দিকে যাচ্ছিল বাংলাদেশের এম ভি আবদুল্লা নামের ওই জাহাজটি৷ সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশের আগেই জাহাজটিকে অপহরণ করে সোমালিয়ার জসদস্যুরা৷ এম ভি আবদুল্লা নামে ওই অপহৃত জাহাজটিতে ২৩ জন কর্মী রয়েছেন বলে খবর৷


রিপোর্টে প্রকাশ, ভারত মহাসাগর থেকে বাংলাদেশের যে জাহাজটিকে অপহরণ করা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ (বাংলাদেশি সময় অনুযায়ী) সেখান থেকে মেসেজ পাঠানো হয় সংশ্লিষ্ট কোম্পানির কাছে৷ ওইজাহাজ কোম্পানির সিইও মহম্মদ মেহেরুল করিম এই খবর জানান৷


সোমালিয়ার জলদস্যুরা তাঁদের জাহাজ অপহরণ করেছে৷ জাহাজের কর্মীদের পণবন্দি করে রাখা হয়েছে৷ তাঁরা এ বিষয়ে আরও খবর জোগাড়ের চেষ্টা করছেন বলে জানান মেহেরুল করিম৷


প্রসঙ্গত ১৪ বছর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর এই গ্রুপটির মালিকানাধীন আরেকটি জাহাজ ‘জাহান মনি’ও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। তখন জিম্মি হওয়ার ১০০ দিন পর মুক্তিপণ দিয়ে ২৬ নাবিকসহ জাহাজটি ফিরে পেতে সক্ষম হয় কেএসআরএম। এখন ফের এ শিল্প গ্রুপটিকে মুখোমুখি হতে হচ্ছে ১৪ বছরের পুরোনো সেই ভয়ানক স্মৃতির। এবার পণবন্দী হওয়া ২৩ নাবিককে উদ্ধার করতে কত দিন লাগতে পারে, সে ব্যাপারে এখনও কোনো ধারণা করতে পারছে না শিল্প গ্রুপটি।


অনুসন্ধানে জানা গেছে, ভারত মহাসাগরের যে অবস্থান থেকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে আমেরিকান নৌবাহিনীর জাহাজ। সোমালিয়ান জলদস্যুদের উৎপাত বন্ধ করতে আমেরিকান নৌবাহিনী ওই সাগরে নিরাপত্তা দেয়। কিন্তু এখন গাজা যুদ্ধের কারণে হুতিরা সাগরপথে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। এ কারণে আমেরিকান নৌবাহিনী সক্রিয় রয়েছে হুতিদের দমনে। এই সুযোগে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদুস্যরা ফের তৎপর হয়ে উঠেছে।