Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার চওড়াহাট বাজারে রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

দিনহাটার চওড়াহাট বাজারে রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

udayan guha



দিনহাটা:

দিনহাটার চওড়াহাট বাজারে রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই রাস্তার কাজের শুভ সূচনা হয়। জানা গিয়েছে দিনহাটা পৌরসভার অর্থানুকুল্যে ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে ১৬০ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তার কাজ।

এদিন সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধূরী,বিশ্বনাথ কিন্নর সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। রাস্তার কাছে শুভ সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন চওড়াহাট বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা হল আজ। বিশেষ করে বর্ষাকালের দোকানের সামনে রাস্তায় জল জমে

সমস্যায় পড়তে হয় ব্যাবসায়ী সহ ক্রেতাদের। সেই কথা মাথায় রেখেই এদিন রাস্তার কাজের সূচনা করা হয়। মন্ত্রী আরো বলেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শুধু নয় বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী দেবে। সেই নির্বাচনে সাধারণ মানুষের যাকে পছন্দ হবে তাকে ভোট দান করে নির্বাচিত করবে সাংসদ হিসেবে। তবে সাধারণ মানুষের ভাবা উচিত এবং দেখা উচিত যে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার কতটা উন্নয়ন করেছে এবং রাজ্যের জন্য বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার কি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code