মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি পেশ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে

মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের




মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি পেশ করা হলো ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে। আজ ২৯ শে ফেব্রুয়ারি সকাল দশটার সময় ১৪ খানা মোটর ট্রলির সাহায্যে 60 থেকে 70 জন রেলওয়ে অফিসার কর্মচারী নিয়ে নসিপুর আজিমগঞ্জ ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে রওনা হয়। রেলের যাবতীয় পর্যবেক্ষণ করা হয় পরে দুপুরের দিকে ১৪ রোগীর কামরা ট্রেন মুর্শিদাবাদ স্টেশন থেকে ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ জংশন এর উদ্দেশ্যে রওনা হয়।



ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের পক্ষ থেকে যোগাযোগ করতে চাইলে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পক্ষ থেকে সকাল সাড়ে আটটার সময় সময় দেওয়া হলেও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ব্যস্ত থাকার দরুন সেই সেই সাক্ষাৎকারটি বা দাবি জানানোর যে প্রক্রিয়াটি ছিল সেটি দুপুর তিনটে ত্রিশ নাগাদ করা হয় এবং সংবর্ধনা দেওয়া হয়।



ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের সাক্ষাৎকারে ডিআরএম জানান মুর্শিদাবাদ স্টেশনটি জংশন হচ্ছে। এটি তিনি সুনিশ্চিত করেন এবং এই স্টেশন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ট্রেন দেওয়ার আশ্বাস দেন। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অনেকগুলি ট্রেনের জন্য দাবি করেন এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সে সমস্ত দাবির রাখার আশ্বাস দেন। এদিকে সকলেই রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ জানান গুরুত্বপূর্ণ দাবি গুলোর জন্য।