LPG Price: বড় ধাক্কা! একলাফে বাড়লো গ্যাসের দাম
মাসের শুরুতেই বড় ধাক্কা! এক লাফে বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ১লা মার্চ থেকে সারা ভারতেই বেড়েছে রান্নার গ্যাসের দাম। শুক্রবার মধ্যরাতের পর যাঁরা গ্যাস কিনবেন, তাঁদের যারা ১৯কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার কিনবেন তাঁদের অতিরিক্ত আরও ২৫ টাকা দিতে হবে।
১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার এখন দিল্লিতে পাওয়া যাচ্ছে ১,৭৯৫ টাকায় পাওয়া যাবে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সংশোধিত দাম ছিল ১,৯১১ টাকা, মুম্বইতে ১৭৪৯ টাকা এবং চেন্নাইতে ১৯৬০ টাকা৷
গত মাসেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল। সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছিল ফেব্রুয়ারিতে। মার্চে তা এক ধাপে ১০ টাকা বেড়ে গেল।
1 মন্তব্যসমূহ
Didi 100 diner taka diyeche Tai modi cacha sei taka Lut karar janno Lpg dam bariye dilo Andho vako ra jor se balo Jay sre ram
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊