PM Modi in Bengal: লক্ষ্য ভোট? বাংলায় ঢালাও প্রকল্প মোদির

Modi


সামনেই লোকসভা নির্বাচন তার আগে বাংলায় এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আরামবাগে (modi in arambagh) সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলাকে ঢালাও উপহার নরেন্দ্র মোদির। এদিন বাংলার রেলের জন্য বিপুল অঙ্কের প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) বলেন, 'আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ৭ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে। আমরা চাইছি এইরাজ্যে রেলের আধুনিকীকরণ করতে। এর ফলে রেল পরিবহণ আরও উন্নত হবে। দেশে উন্নয়নে গতি আনাই আমাদের লক্ষ্য।' তিনি বলেন, 'ভারত সরকার এবছর এই রাজ্যে রেলের বিকাশের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।'



তিনি বলেন, ‘২০৪৭ সালের মধ্যে ভারত বিকশিত হবে। গত ১০ বছরে ১৫০ নয়া রেল পরিষেবা। ভারত দ্রুত গতিতে এগোচ্ছে। জাতীয় স্তরে উন্নয়নই লক্ষ্য কেন্দ্রের। বঙ্গে রেলের আধুনিকীকরণ উন্নত করা প্রয়োজন। কৃষক, যুবকে শক্তিশালী করতে হবে। ১৩ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ করা হয়েছে। রেল যাত্রায় বাংলার মানুষের নতুন অভিজ্ঞতা হচ্ছে। আজ অনেক কিছু বলার আছে।’ শুধু তাই নয় বাংলার রেলের অগ্রগতি নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন মোদী। তিনি বলেন, 'গত ১০ বছর ধরে বাংলায় বহু রেল প্রকল্পের কাজ এগোয়নি'।