Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kunal Ghosh Resigns: 'সিস্টেমে আমি মিসফিট', দলের পদ ছাড়লেন কুণাল ঘোষ

Kunal Ghosh Resigns: 'সিস্টেমে আমি মিসফিট', দলের পদ ছাড়লেন কুণাল ঘোষ



আচমকা তৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। প্রথমে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের পরিচয় থেকে রাজনৈতিক পরিচয় মুছে দেন কুণাল ঘোষ আর এরপরেই শুরু হয় জল্পনা। সময় বাড়তেই সূত্র মারফত জানা যায় দলের সব পদ ছাড়তে চলেছেন কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা। মমতা ও অভিষেককে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। নেননি সরকারি নিরাপত্তাও এমনটাই খবর।

এদিকে আজ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে এসে আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। আর ঠিক সেদিনেই সোশ্যাল মিডিয়া থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দেওয়া এবং দলের দুই পদ তেলে আচমকা ইস্তফা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বাংলার রাজনৈতিক অন্দরে। ইস্তফা দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

X হ্যান্ডেলে নিজের অবস্থান সাফ জানিয়েছেন কুণাল ঘোষ লিখেছেন, 'আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। তৃণমূল আমার দল।'

দলের তরফে প্রায় সবসময় ডিফেন্ড করতে দেখা যায় কুণালকে। আর সেই কুণাল ঘোষই ছাড়লেন দলের পদ। তবে এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে কুণাল লিখেছেন, 'নরেন্দ্র মোদি বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গেলেন। যুক্তিতে তাঁকে ধুয়ে দেওয়া যায়। কিন্তু ঘটনা হল তাঁর কড়া সমালোচনার মূল দায়িত্ব যাঁদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দলনেতারা তো প্রধানমন্ত্রীরই লোক। এঁদের সঙ্গে বিজেপির যোগাযোগ। এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদি। একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code