Loksabha: বাংলা থেকে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন কারা? দেখুন তালিকা 

Loksabha election


লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই আজ বিজেপির তরফে দেশজুড়ে ১৯৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকা থেকে জানা গেছে বাংলার ২০টি আসনের প্রার্থী ঘোষনা করেছে বিজেপি। তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার থেকে নীশিথ প্রামাণিক। চলুন দেখে নেওয়া যাক বাংলার ২০টি আসনের লড়ছেন কারা?




বাংলা থেকে কারা পেলেন বিজেপির টিকিট ?

আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা

বালুরঘাট: সুকান্ত মজুমদার

কোচবিহার: নিশীথ প্রামাণিক

মালদা দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী

মালদা উত্তর: খগেন মুর্মু

মুর্শিদাবাদ: গৌরীশঙ্কর ঘোষ

বহরমপুর: নির্মলকুমার সাহা

বাঁকুড়া: সুভাষ সরকার

বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ

বোলপুর: প্রিয়া সাহা

কাঁথি: সৌমেন্দু অধিকারী

রানাঘাট: জগন্নাথ সরকার

হুগলি: লকেট চট্টোপাধ্যায়

হাওড়া: রথীন চক্রবর্তী

যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়

জয়নগর: অশোক কাণ্ডারি

বনগাঁ: শান্তনু ঠাকুর

ঘাটাল : হিরণ্ময় চট্টোপাধ্যায়

পুরুলিয়া : জ্যোতির্ময় সিং মাহাতো

আসানসোল : পবন সিং

বোলপুর : প্রিয়া সাহা