হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

fair



অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা ২ রা মার্চ শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোল পোলো গ্রাউন্ডের এন সি সি মাঠে আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। 

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী, ক্ষুদ্র, ছোট, মাঝারি ও বস্ত্র শিল্প দপ্তরের মহাপ্রবন্ধক প্রশান্ত মন্ডল, জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বন্দোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা।

এদিনের হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলায় আদিবাসী নৃত্যের আয়োজন ও করা হয়। পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক মেলার বিভিন্ন স্টলে ঘুরেও দেখেন এদিন।

এই বছর এই মেলায় ৫১ টি স্টল বসেছে, পার্শ্ববর্তী জেলা থেকেও বিক্রেতারা এসেছেন।মেলার মুখ্য উদ্দেশ্য জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের তৈরী সামগ্রীর প্রদর্শন ও বিপণন।

এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী ৫ ই মার্চ ২০২৪ পর্যন্ত চলবে।