Loksabha-2024: বাংলার ২০টি সহ প্রথম দফায় ১৯৫ আসনের তালিকা প্রকাশ বিজেপির

Modi Amit


লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই বিজেপির তরফে প্রকাশিত হল প্রার্থী তালিকা। প্রথম দফায় ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বিজেপির একারই লক্ষ্যমাত্রা ৩৭০ আসন আর সেই লক্ষ্যে পৌঁছেতে কোনো খামতি না রাখতেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।



প্রথম দফার প্রার্থী তালিকায় ১৯৫ জনের নাম রয়েছে। তার মধ্যে একজন স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার বারাণসী থেকে লড়াই করবেন মোদী। পাশাপাশি তালিকায় জায়গা করে নিয়েছেন ৩৪ জন মন্ত্রী। এর পাশাপাশি দুই প্রাক্তন মন্ত্রীও রয়েছেন প্রার্থী তালিকায়। প্রধানমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে এই তালিকায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার গুজরাতের গাঁধীনগর থেকেই দাঁড়াচ্ছেন।



তালিকায় ২৮ জন মহিলা। ওবিসি সম্প্রদায় থেকে ৫০ ও ৫৭ বছরের নীচে ৪৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ১৯৫ জন প্রার্থীর মধ্যে অধিকাংশই রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। ৫১ জন উত্তরপ্রদেশের, ২০ জন পশ্চিমবঙ্গের এবং দিল্লির পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।



প্রার্থী তালিকা অনুযায়ী ত্রিপুরা থেকে টিকিট পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মথুরা থেকে লড়বেন হেমা মালিনি। লখনউ থেকে লড়বেন রাজনাথ সিংহ। আমেঠি থেকে লড়বেন স্মৃতি ইরানি। এদিকে বাংলার ২০টই আসনের তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার থেকে নীশিথ প্রামাণিক। চলুন দেখে নেওয়া যাক বাংলার ২০টি আসনের লড়ছেন কারা? Click Here